মালদা

শ্রী শ্রী রক্ষা কালী পুজো উপলক্ষে পুরাতন মালদার ধুমা দিঘীতে বাউল গানের আয়োজন

পুরাতন মালদার আটমাইল ধুমা দিঘীতে প্রতিবছরের ন্যায় এবারও ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে শ্রী শ্রী রক্ষা কালী পুজো উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। এ রক্ষা কালী পূজার উদ্দেশ্য হচ্ছে ২০১৪ সালে এখানে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রায় ১৪ জন প্রাণ হারিয়েছিল। এর পরেও হামেশাই ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা লেগেই থাকত। তাই এলাকাবাসীর উদ্যোগে এখানেই রক্ষা কালীর পুজো অর্চনা শুরু হয়। এবং তার সাথে সাথে বাউল গান শুরু হয়। এই পুজো এবং বাউল গানকে কেন্দ্র করে একটি ছোট-খাটো মেলাও বসে ওই এলাকায়। যা দেখতে দূর-দূরান্ত থেকে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন বাউল শিল্পীরা তাদের বাউল গান পরিবেশন করেন বলে উদ্যোক্তা সুত্রে জানা যায়।

এই বিষয়ে কমিটির এক সদস্য জানান, ২০১৪ সালে এই এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই তারা এই এলাকায় মানুষের সুরক্ষার জন্য শ্রী শ্রী রক্ষা কালী পুজো শুরু করেছেন। সেই থেকে এই ভাবেই প্রতি বছর এলাকার মানুষ ও মালদা থানার সহযোগিতায় মায়ের পুজো করে আসছেন।